পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
কড়ি ও কোমল।

  তােমার তলে নাচ্‌ত বসে
   শালিখ পাখি দুটি।
  ভাঙ্গা ঘাটে নাইত কারা
   তুল্‌ত কারা জল,
  পুকুরেতে ছায়া তােমার
   কত টলমল।
  জলের উপর রোদ প’ড়েছে
   সােণামাখা মায়া,
  ভেসে বেড়ায় দুটি হাঁস
   দুটি হাঁসের ছায়া।
  ছােট ছেলে রইত চেয়ে
   বাসনা অগাধ,
  মনের মধ্যে খেলাত তার
   কত খেলার সাধ।
(যদি) বাযুর মত খেল্‌তে পেত
   তােমার চারি ভিতে,
(যদি) ছায়ার মত শুতে পেত
   তােমার ছায়াটিতে,