পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অল্প জানা ও বেশি জানা

তৃষিত গর্দভ গেল সরোবরতীরে,
‘ছি ছি কালো জল’ বলি চলি এল ফিরে।
কহে জল, ‘'জল কালো জানে সব গাধা,
যে জন অধিক জানে বলে ‘জল সাদা’।’

২৮