বিষয়বস্তুতে চলুন

পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্বদেশদ্বেষী

কেঁচে কয়, ‘নীচ মাটি, কালো তার রূপ।’
কবি তারে রাগ ক’রে বলে, ‘চুপ! চুপ!
তুমি যে মাটির কীট, খাও তারি রস—
মাটির নিন্দায় বাড়ে তোমারি কি যশ।’

৩৮