পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আকাঙ্ক্ষা

‘আম্র, তোর কী হইতে ইচ্ছা যায় বল্‌।’
সে কহে ‘হইতে ইক্ষু সুমিষ্ট সরল’।
‘ইক্ষু, তোর কী হইতে মনে আছে সাধ।’
সে কহে ‘হইতে আম্র সুগন্ধ সুস্বাদ’।

৪১