পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রতিনিধি
১৭

গুরু চলেছেন গেয়ে,    সম্মুখে চলেছে ধেয়ে
  কত পান্থ কত অশ্বরথ-
“হে ভবেশ, হে শংকর,    সবারে দিয়েছ ঘর,
  আমারে দিয়েছ শুধু পথ।
অন্নপূর্ণা মা আমার    লয়েছে বিশ্বের ভার
  সুখে আছে সর্ব চরাচর-
মােরে তুমি, হে ভিখারী,    মার কাছ হতে কাড়ি
  করেছ আপন অনুচর।”

সমাপন করি গান    সারিয়া মধ্যাহ্নস্নান
  দুর্গদ্বারে আসিলা যখন
বালাজি নমিয়া তাঁরে    দাঁড়াইল এক ধারে
  পদমুলে রাখিয়া লিখন।
গুরু কৌতুহলভরে    তুলিয়া লইলা করে,
  পড়িয়া দেখিলা পত্রখানি-
বন্দি তাঁর পাদপদ্ম    শিবাজি সঁপিছে অদ্য
  তাঁরে নিজ রাজ্য-রাজধানী।

পরদিনে রামদাস    গেলেন রাজার পাশ;
  কহিলেন, “পুত্র, কহো শুনি,
রাজ্য যদি মােরে দেবে   কী কাজে লাগিবে এবে-
  কোন গুণ আছে তব গুণী।”