বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
কথা

নৃপশিষ্য নতশিরে    বসি রহে নদীতীরে,
   চিন্তারাশি ঘনায় ললাটে।
থামিল, রাখাল-বেণু,  গােঠে ফিরে গেল ধেনু,
   পরপারে সূর্য গেল পাটে।

পূরবীতে ধরি তান    একমনে রচি গান
   গাহিতে লাগিল রামদাস-
“আমারে রাজার সাজে  বসায়ে সংসার-মাঝে
   কে তুমি আড়ালে কর বাস।
হে রাজা, রেখেছি আনি   তােমারি পাদুকাখানি,
   আমি থাকি পাদপীঠতলে।
সন্ধ্যা হয়ে এল ওই,   আর কত বসে রই,
   তব রাজ্যে তুমি এসাে চলে।”

৬ কার্তিক ১৩০৪