পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
কথা

অরির শেষ নাহি রাখিবে কভু,
 শাস্ত্রে এই মতো কয়।
মন্ত্রী, রটি দাও নগর-মাঝে,
 ঘােষণা করে চারি ধারে-
যে ধরি আনি দিবে কোশলরাজে
 কনকশত দিব তারে।”
ফিরিয়া রাজদূত সকল বাটী
 রটনা করে দিন রাত-
যে শোনে আঁখি মুদি রসনা কাটি
 শিহরি কানে দেয় হাত।


রাজ্যহীন রাজা গহনে ফিরে
 মলিনচীর দীনবেশে -
পথিক একজন অশ্রুনীরে
 একদা শুধাইল এসে-
“কোথা গাে বনবাসী, বনের শেষ-
 কোশলে যাব কোন্ মুখে।”
শুনিয়া রাজা কহে, “অভাগা দেশ,
 সেথায় যাবে কোন্ দুখে।”
পথিক কহে, “আমি বণিকজাতি,
 ডুবিয়া গেছে মাের তরী।