এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশােধ
৫৩
সুকুমার দেহগন্ধ নিশ্বাসে নিঃশেষে
লইল শােষণ করি অতৃপ্ত আবেশে।
শুক্লপঞ্চমীর শশী অস্তাচলগামী
সপ্তপর্ণতরুশিরে পড়িয়াছে নামি
শাখা-অন্তরালে। দুই বাহু প্রসারিয়া
ডাকিতেছে বজ্রসেন “এসাে এসাে প্রিয়া”
চাহি অরণ্যের পানে। হেনকালে তীরে
বালুতটে ঘনকৃষ্ণ বনের তিমিরে
কার মূর্তি দেখা দিল উপচ্ছায়াসম!
“এসো এসো প্রিয়া!” “আসিয়াছি প্রিয়তম”-
চরণে পড়িল শ্যামা, “ক্ষমাে মােরে ক্ষমাে।
গেল না তাে সুকঠিন এ পরান মম
তােমার করুণ করে।” শুধু ক্ষণতরে
বজ্রসেন তাকাইল তার মুখ-'পরে;
ক্ষণতরে আলিঙ্গন লাগি বাহু মেলি
চমকি উঠিল, তারে দূরে দিল ঠেলি,
গরজিল, “কেন এলি, কেন ফিরে এলি।”
বক্ষ হতে নূপুর লইয়া দিল ফেলি,
জ্বলন্ত অঙ্গার-সম নীলাম্বরখানি
চরণের কাছ হতে ফেলে দিল টানি।
শয্যা যেন অগ্নিশষ্যা, পদতলে থাকি