পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সামান্য ক্ষতি
৫৯

দলে দলে কাক করে কোলাহল,
উত্তরবায়ু হইল প্রবল,
কুটির হইতে কুটিরে অনল
 উড়িয়া উড়িয়া ছুটিল।

ছােটো গ্রামখানি লেহিয়া লইল
 প্রলয়লােলুপ রসনা।
জনহীন পথে মাঘের প্রভাতে
প্রমােদক্লান্ত শত সখী-সাথে
ফিরে গেল রানী কুবলয় হাতে,
 দীপ্ত-অরুণ-বসনা।

...


তখন সভায় বিচার-আসনে
 বসিয়া ছিলেন ভূপতি।
গৃহহীন প্রজা দলে দলে আসে,
দ্বিধাকম্পিত গদগদ ভাষে
নিবেদিল দুখ সংকোচে ত্রাসে
 চরণে করিয়া বিনতি।