এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৪
কথা
সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি
মুখে তার বাক্য-নাহি সরে-
সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি
প্রভুর চরণপদ্ম-'পরে।
বরষি অমৃতরাশি বুদ্ধ শুধালেন হাসি,
“কহো বৎস, কী তব প্রার্থনা।”
ব্যাকুল সুদাস কহে, “প্রভু, আর কিছু নহে,
চরণের ধূলি এক কণা।”
২৬ আশ্বিন ১৩০৬