পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নগরল্ক্ষী
৬৭

  বিস্ময় মানিল সবে শুনি-
  “ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী,
কোন্ অহংকারে মাতি   লইলে মস্তক পাতি
  এ-হেন কঠিন গুরু কাজ।
  কী আছে তােমার কহো আজ।”

  কহিল সে নমি সবা-কাছে,
  “শুধু এই ভিক্ষাপাত্র আছে।
আমি দীনহীন মেয়ে   অক্ষম সবার চেয়ে,
  তাই তােমাদের পাব দয়া-
  প্রভু-আজ্ঞা হইবে বিজয়া।

  “আমার ভাণ্ডার আছে ভ'রে
  তােমা-সবাকার ঘরে ঘরে।
তােমরা চাহিলে সবে   এ পাত্র অক্ষয় হবে,
  ভিক্ষা-অন্নে বাঁচাব বসুধা-
  মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা।”

২৭ আশ্বিন ১৩০৬