পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আজিয়ে ! ৩৩ অৰি A “তোমার সছিভ ইছার পলায়ম । কিন্তু সে অতি দুর্ঘট । ” আমার এখানে থাকিলে দুই এক দিম মধ্যে প্লভ হইবে । এ cদৰtলয়ে মহাপুরুষের সর্বদা ষাতীয়াত । সুতরাং কপালকুণ্ডলtৱ অদৃষ্টে অশুভ নিশ্চিত দেখিতেছি।” ” 壽 নবকুমার আগ্ৰছ সহকারে জিজ্ঞাসা করিলেন, * অামার সহিত পলায়লী দুর্কট কেন ?" অধি। " এ কাছার কন্যা,—কোন কুলে জন্ম, তাহ অ পিনি কিছুই জানেন না। কাছার পত্নী,-কি চরিত্র, তাছা কিছুই জানেন না। আপনি ইহাকে কি সঙ্গিনী করিবেন ?• সঙ্গিনী করিয়া লইয়া গেলেও কি আপনি ইহাকে লিজ গৃছে স্থান দিৰেন ? আর যদি স্থান ন দেন তবে এ অনাথিনী কোথা যাইৰে ?” গ্রন্থকার বলিতেছেন, “ ধন্য রে কুলাচাৰ্য ।” 领 নবকুরীর ক্ষণেক চিন্তা করিয়া কছিলেন “ আমার প্রাণ রক্ষয়ত্রীর জন্য কোন কাৰ্য আমার অসাধ্য নহে। ইনি আমার আত্মপরিবারস্থ ছইয়া থাকিবেন ।” আধি ! * ভাল । কিন্তু ষখম আপনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করিৰে ষে এ কাহীর স্ত্রী, কি উত্তর দিবেন ?” 齡 নববুমার পুনৰ্ব্বার চিন্ত করিয়া কছিলেন, “ আপনিই ই হার পরিচয় আমাকে দিল । আমি সেই পরিচয় সকলকে দিব ।” অধি । -“ ভtল। কিন্তু এই পক্ষান্তরের পথ খুবক যুৱতী অনন্যসহায় হইয়া কি প্রকারে যাইবে ? লোকে দেখিয়া শুনিয়া কি বলিবে ? আত্মীয় স্বজমের নিকট কি বুঝাইবে ? আর আমিও এই কন্যাকে মা বলিয়াছি, আমিই বা কি প্রকারে ইছাকে অজ্ঞাতচরিত্র মুবার সহিত একাকী দূরদেশে পঠাইয়া দিই?” : আৰ্যর বলি, ধন্য রে কুলাচাৰ্য্য ! v ..* . - নবকুমার কছিলেন, “ আপনি সঙ্গে আসুন।” অধি । “আমি সঙ্গে ষাইৰ ? ভবানীর পুঞ্জ কে কৱিৰে ?”