পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিযোগিনী গৃহে । ዓS মেহের-উন্নিসা মুখ নত করিলেন। ক্ষণেক নিরুত্তর থffকুয়া কহিলেন—“ ভগিনি—আমি এমত মনে করি না ষে তুমি আমাকে পীড়া দিবার জন্য এ কথা বলিলে, কি আমার মন জানিবার জন্য বলিলে । কিন্তু তোমার নিকট আমার এই ভিক্ষণ, আমি BB BBB BBBBB BBBS BBB BB BBBDBJBD শের আফগানের দাসী – তাহা তুমি বিস্মৃত হুইয়া কথা কহিও না ।” লজ্জাহীন মভি এ তিরস্কারে অপ্রতিভ হইলেন না । বরং আরও সুযোগ পাইলেম, কৃছিলেন, “ তুমি যে পতিগত প্রাণী তাহু আমি বিলক্ষণ জানি । 'cमहे জন্যই ছলক্রমে একথা তোমার সমুখে পীড়িতে সাহস করিয়াছি । সেলিম ষে এ পর্যন্ত তোমার সৌন্দর্ঘ্যের মোছ ভুলিতে পারেন নাই, এই কথা বলা আমার উদেশ্য । সাবধান থাকিও ।” -- মে । * এখন বুঝিলাম । কিন্তু কিসের আশঙ্কণ ?” মত কিঞ্চিৎ ইতস্ততঃ করিয়া কছিলেন “ বৈধব্যের আশঙ্কণ ।” এই কথা বলিয়া মতি মেহের-উন্নিসার মুখপানে তীক্ষ দৃষ্টি করিয়া রহিলেন, কিন্তু ভয় বা আহ্লাদের কোন চিকু তথায় দেখিতে পাইলেন না । মেহের-উন্নিসা সদৰ্পে কছিলেন, “বৈধব্যের আশঙ্কণ ! শেৱ আফগান আত্মরক্ষায় অক্ষম নছে । বিশেষ আকবর বাদশাহের রাজ্যমধ্যে র্তাহার পুত্রও বিনা দোষে পরপ্রাণ নষ্ট করিয়া নিস্তার পাইহেন না।” ম7 “ সত্য কথা, কিন্তু সম্প্রতিকণর অtঞ্জর সম্বাদ এই ষে, আকবর শাহ গত হইয়াছেন । সেলিম সিংহাসনারূঢ় হইয়াcছন । দিল্লীশ্বরের কে দমন করিবে ?” মেছের-উন্নিসা আর কিছু শুনিলেন না । তাছার সর্বাঙ্গ শিহরিয়া কাপিতে লাগিল। আবার মুখ নত করিলেন—লেfচমযুগলে অশ্রুধারণ বছিতে লাগিল । মতি জিজ্ঞাসা করিলেন, ** কণদ কেন ?”