এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
( २२ )
দ্বিতীয় সর্গ।
মরি প্রেম যার মনে, সে কি চায় রাজ্যধনে
প্রিয়মুখ ত্রিসংসার গ্ৰায় । স্বদে তার যে রতন, আলো করে ত্রিভুবন, অন্য মণি নিবায় वि♚ांग्र !! এক মোহে সদা মত্ত, না জানে আপনি মর্তা,
যাহা দেখে তাই প্রেমাকুল । রবি শশী তারাকাশ, পয়োদ পবনশ্বাস,
সাগর শিখর বনফুল ! যেন লক্ষ বিদ্যাধরে, সদা কর্ণে গান করে,
কি মধুর শব্দহীন ভাষা । হেরিয়ে সামান্য কলি, নয়ন সলিলে গলি, উছলে অন্তরে ভালবাসা । প্রেমে যার মন বাধা, ন পারে দি বারে বাধা
সমুদ্র শিখর নদী বনে । তবে যদি করে বিধি, চির বিরহের বিধি,
তবু স্বৰ্গ মনের মিলনে । কলঙ্ক বিপদ ক্লেশ, ঝটিকার ধরি বেশ,
শিরোপরি গরজয়ে যত । আশ্রয় করিয়া আশ, প্রণয়ীতে ভালবাস,
প্রণয়ীর প্রাণে বড়ে তত ।