বিষয়বস্তুতে চলুন

পাতা:কবিতাপুস্তক.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূংযুক্ত। শুনিয়াছি নাকি তুরষ্কের দল আসিতেছে হেথা, লঙ্ঘি হিমাচল কি হইবে রণে, ভাবি অমঙ্গল, বুঝি এ সামান্য স্বপন নয়। জননী রূপেতে বুঝিবা স্বদেশ , বুঝি বা তুরস্ক মত্তহস্তী বেশ, বার বার বুঝি এই বার শেষ ! পৃথ্বীরাজ নাম বুঝি না রয়। & শুনি পতিবাণী যুড়ি দুই পাণি জয় জয় জয় ! বলে রাজরাণী জয় জয় জয় পৃথ্বীরাজে জয়— জয় জয় জয় ! বলিল বামা । কার সাধ্য তোমা করে পরাভব ইন্দ্র চন্দ্র যম বরুণ বাসব ! কোথাকার ছার তুরস্ক পহলব জয় পৃথ্বীরাজ প্রথিতনাদ ।