এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সংযুক্তা।
২ । রণসজ্জা ।
Y রণসাজে সাজে চৌহানের বল, অশ্ব গজ রথ পদাতির দল,
তাকার রবে পবন চঞ্চল,
বাজিল বাজনা – ভীষণ নাদ । ধূলিতে পূরিল গগনমণ্ডল ধূলিতে পুরিল যমুনার জল, ধূলিতে পূরিল অলক কুন্তল,
যথা কুলনারী গণে প্রমাদ ॥
૨
দেশ দেশ হতে এলো রাজগণ স্থানেশ্বর পদে বধিতে যবন
সঙ্গে চতুরঙ্গ সেনা অগণন—
হর হর বলে যতেক বীর । মদবার* হতে আইল সমরণ
আবুহতে এলো দুরন্ত প্রমর হাৰ্য্য বীরদল ডাকে হর । হর ।
উছলে কঁপিয়া কালিন্দী-নীর ॥
কমেবার সমর সিংহ ।