এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
亨除
অধঃপতন সঙ্গীত ।
ఫి
যেভাবে দেশের হিত, না বুঝি তাহার চিত, আত্মহিত ছেড়ে কেবা, পরহিতে চলে ?
না জানি দেশ বা কার? দেশে কার উপকার : আমার কি লাভ বল, দেশ ভাল হলে ?
আপনার হিত করি, এত শক্তি নাহি ধরি,
দেশহিত করিব কি, এক ক্ষুদ্র প্রাণী! ঢাল মৃদ! তামাক দে! লাও ব্রাণ্ডি পানি ।
So
মতুষত্ব ? কাকে বলে? স্পিচ দিই টেনেহলে, লোক আসে দলে দলে,শুনে পায় প্রীত। নাটক নবেল কত, লিখিয়াছি শত শত,
এ কি নয় মনুষ্যত্ব ? নয় দেশহিত ? ইংরেজি বাঙ্গাল ফেদে,পলিটিক্স লিখি কেঁদে, পদ্য লিখি নানা ছাদে, বেচি সস্তাদরে । অশিষ্টে অথবা শিষ্টে গালি নিই অষ্টেপৃষ্ঠে,
তবু বল দেশহিত কিছু নাহি করে ? নিপাত যাউক দেশ ! দেখি বসে ঘরে ।