পাতা:কবিতাপুস্তক.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিজ্ঞাপন।


যে কয়ট ক্ষুদ্র কবিতা, এই কবিতাপুস্তকে সন্নিবেশিত হইল, প্রায় সকল গুলিই বঙ্গদর্শনে প্রকাশিত হইয়াছিল। একটি—“জলে ফুল’ ভ্ৰমরে প্রকাশিত হয়। বাল্যরচনা দুইটি কবিতা, বাল্যকালেই পুস্তকাকারে প্রচারিত হইয়াছিল । বাঙ্গাল সাহিত্যের আর যে কিছু তাভাব থাকুক,গীতিকাব্যের অভাব নাই । বিদ্যাপতির সময় হইতে আজি পর্যন্ত, বাঙ্গলি কবি বা গীতিকাব্যের বুষ্টি কবিয়া তাifসতেছেন । এমন স্থলে, এই কয় খানি সামান্য গীতিকাব্য পুনমুদ্রিষ্ঠ করিয়া বোধ হব জনস}ধারণের কেবল বিরক্তিই জন্মাষ্টতেছি । এ মহাসমুদে শিশিরবিন্দুনিষেকের প্রয়োজন ছিল না। আমার ও ইচ্ছ। ঠিল না । ইচ্ছা ছিল না বলিয়াই এত দিন এ সকল পুনমুদ্রি ও করি নষ্ট । তবে কেন এখন এ তুষ্কৰ্ম্মে প্রবৃত্ত চইলাম ? একদা বঙ্গদর্শণ অপিসে এক পত্র অসিল--তাহাতে কোন মহাত্ম লিখিণ্ডে ড়েন যে, বঙ্গদর্শনে যে সকল কপিতা প্রকাশ হইয়াছিল, তাষ্ঠীর মধ্যে কতকগুলি পুনমুদ্রিত হয় নাই । তিনি সেই সকল পুনমুদ্রিত করিতে চাহেল । অন্যে মনে করিবেন, ষে রহস্য মম নহে । আমি ভাবিলাম, এই বেলা আপনার পথ দেখ। ভাল, নহিলে কোন দিন কাহার হাতে মারা পড়িব । সেই জন্য পাঠককে এ বস্ত্রণ দিলাম । বিশেষ, যাহা প্রচারিত श्रॆश्वांछ्, खांश्च श्रृढ़ मन्तः श्ळैयं, उtश्iद्र श्न:?ल!ं नूटन