এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
있
বায়ু ।
૨ পৰ্ব্বত শিখরে নাচি, বিষম তরসে ।
মাতিয়া মেঘের সনে, পিঞ্জে করি বহি ঘনে,
সে ঘন বরষে । হারে দামিনী সে রসে ! মহাশব্দে ক্রীড়া করি, সাগর উরসে ॥ মঞ্চি অনন্ত জলে, সফেশ তরঙ্গ দলে, ভাঙ্গি তুলে নভস্তলে,
ব্যাপি দিগ্দশে। শীকরে আঁধারি জগৎ, ভাসাই দেশ অলসে ॥
AL
বসন্তে নবীন লতা, ফুল দোলে তায় ।
যেন বায়ু সে বা নহি, অতি মৃদু মৃদু বহি,
প্রবেশি তথায় ॥ হেসে মরি যে লজ্জায়পুষ্পগন্ধ চুরি করি, মাখি নিজ গায়।