পাতা:কবিতারত্নাকর.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5|| যুৎকাল, পরে সেই স্ত্রীর গর্ভে এক কন্যা সন্তান জন্মিল তাহার বিবাহ কালোপস্থিত হইলে ছদ্মবেশী বরের অ ম্বেষণকরত সকলের গোচরে আপনার জাতিগৌরৰ প্রকাশপর্বক ইহাই ব্যক্ত করে যে কন্যা বয়ঃপ্রাপ্ত হই য়াছে কিন্তু আমি সুব্রাহ্মণ হইয়া কোন অবুদ্ধিণকে দান করিব জাত্য৪২শে তুল্য ব্যক্তি না হইলে অপাত্রকে পত্রি করা অনুচিত ৷ ফলিতাৰ্থ দৈবের নিবন্ধ অতিবিচিত্র আত এব যেরূপ সুপাত্র অনুসন্ধেয় ও অভিপ্রেত ছিল তাদৃশ পাত্রই প্রাপ্ত হইল অর্থাৎ যে ব্রাহ্মণের নিবাসে ঐ ছদ্ম বেশির বাস সে ব্রাহ্মণও তাদৃক সুব্রাহ্মণ তাহার এক হাড়ীর কন্যা গৃহিণী ছিল সেই রত্নগর্ভার গর্ভে এক পুত্ৰ সন্তান হইয়াছিল তাহার সহিত ঐ পুত্রীর বিবাহ হ. ইল ইহাতে নিবাসী ও ছদ্মবেশী উভয়েই মনে আপ নং চাতুর্য্যের প্রাচুর্য্য বোধে পরমানন্দসাগরে মগ্ন। পরে এক দিবস দুই জন ৰৈবাহিক নিজনে আনন্দমনে কথে{ পকথনে সমাবৃত ছিলেন এমত কালে নিবাসি ব্ৰাহ্মণ মনের কথা রাথিতে ন পারিয়া ছদ্মবেশি ব্ৰাহ্মণকে ক ছিলেন যে বৈবাহিক তোমার আর সন্ধ্যা আহিকের অ পেক্ষ নাই যখন আমার সহিত কুটুম্বত হইয়াছে তথৰ ব্ৰহ্মণ্যদেব জাজ্বল্যমান হইয়াছেন যেহেতুক আমার পুত্ৰ হাড়িনীগর্ভজাত অতএব আমার সছিত ভেজ্যিান্নতায় তোমার জাত্যভিমান দূরে প্রস্থান করিয়াছে। ইহা শুনি য়। ছদ্মৱেশী রুষ্ট না হইয় তুষ্ট ও হৃষ্টান্তঃকরণে হা স্যবদনে উত্তর করিলেন যে বৈবাহিক ঈশ্বর অযোগ্যে তে, কঙ্গন যোজনা করেন না যেহেতুক এই যে আমার ভাৰ্য্যা ইনি নটকী এবণs অামি নিজে জবনের অধম জে! ল। তাহাতে জামাতাও হাড়ী হইলেন অতএব পরমেশ্বর যোগ্যেতেই য়োজন করেন ইতি । Ꮐ ? '