পাতা:কবিতা ও গান.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান!


১৪৯

তার শেষ হোল ঐখানে, . ব্ৰহ্মাও মিশিছে ব্ৰহ্মাণ্ডের সনে, সময় মিলায় সময়ের কোলে, - মিশায় অনন্ত অনস্তের তলে। ফুল্লায় রে সম্বলি ফুরীয়, এ যাত্রার শেষ কোথা হয় । कउनि- , তবে আর কত দিন ধরে, এমনিই হাহাকার করে, শূন্তের এ মহাসিন্ধু মাঝে চলিব গো ভাসিয়া ভাসিয়া! শত শত রবির কিরণ জীবন করিয়াছিল আলো, সব গেছে গেছে মিলাইয়া । একটি কিরণ-রেখা তার ছিল যেন ছিল অবশেষ, চলেছিন্তু তাঁহাই ধরিয়া । একি চুেলি—কোথায় কোথায়! সে রেখাও গেল কি নিভিয়া! কি ভীষণ নিবিড় আঁধারে চারিদিক পড়িল ডুবিয়া! এসেছে কি প্রলয়ের দিন ? স্থানচ্যুত হয়ে লক্ষ্য হীন এখনি কি মহাশূন্ত মাঝে চূৰ্ণ হইবে বিলীন s লও, দেবি, হাতটি ধরিয়া, এ ভীষণ অtধার ঠেলিয়া কোথা যাব—যাইব কেমনে । লক্ষ্যহীন আছি দাড়াইয়া,— আকুল স্তম্ভিত হৃদি প্রাণ যাই বুঝি—গেলাম পড়িয়া । নিভিয়াছে জগতের আলো, জ্যোতিহীন মুদিত নয়ান ; পরাণের স্তিমিত প্রদীপ এইবার ছয় রে নিৰ্ব্বাণ! অশান্তির মহারাজ্য দিয়া কবে সেই করেছি প্রয়াণ,সীমা বুঝি ফুরাইল ছেথ, সে যাত্রর বুঝি অবসান ! 聯