এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মিশ্রকানাড়া—একতালা । ঐ বুঝি দেবী সে আমার ! হৃদয় যাহারে চায় ? যাহার আসন ধরে হৃদিপরে, , অণুক্ষণ এ জীবন, আহবান সঙ্গীত গায় ? বুঝি ফুলের গন্ধ, তারার হামি— যাদের আমি ভালবাসি— তারা গো প্রেমে আমার সদয় হয়ে চেতনরূপে জনম লয়ে আজিকে নয়নে ভায় ? দেবি, তুমি নয়নের কাস্তি ! হৃদয়ের শান্তি ! দুখ তাপ ভ্রাস্তি— তব কটাক্ষে মিলায় ! আত্মার নির্বাণ মুক্তি তুমি এ ধরায়!