পাতা:কবিতা ও গান.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। কি দোষ তোমার ! ( অর্জুনের প্রতি জলকুমারী উলুপি ) কি দোষ তোমার ! দোষ যদি কারো থাকে দোষ বিধাতার ! দেবতা ক জন হেথা ফুল শত শত ! য়দি কোন পুণ্যফলে কোন সুপ্রভাতে উষার আলোক শুভ্ৰ শুভ্রতর করি— কোন সৌম্য দেবমূৰ্ত্তি প্রকাশে নয়নে, থাকিতে পারে কি তারা ? থাকিবে কেমনে ! মুক্ত করি দিয়া রুদ্ধ চির জীবনের আবেগিত ভরঙ্গিত ক্ষুব্ধ আলোড়িত মানস পূজার তপ্ত আকাজ উচ্ছাস, নিমেষেতে শত ফুল পায়ে এসে পড়ে ; তুমি কি করিবে, দেব, কি দোষ তোঞ্জ । চরণ সরায়ে নিয়ে তুলিতে একটা প্রফুল্ল পাপড়ি শত মুহূর্তে দলিত, ভালবেসে লও ধারে হৃদয়ে তুলিয়া সরমে মরম ঢাকি সভয়ে সঙ্কোচে—