পাতা:কবিতা ও গান.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামাতে যে আমি হার কখন আসিবেতার, श्रांकूल नग्नान cफ्रबcगवि; কিছু তার বলেন ত, বাতাস টুকুর মত কি জানি কখন আসে, শুধু চেয়ে থাকি ! আসে তারা অতি ধীরে, দুয়ে ছুয়ে ধায় ফিরে, শত ফুল সে পরশে হৃদয়ে ফুটিতে চায় ; না খুলিতে দলগুলি, ন চাহিতে মুখ তুলি, হালিমাখা সে সমীর পলকে মিশায়ে যায়!* ফুটে ফুটে দলগুলি বিষাদের তান তুলি, একে একে পড়ে মুয়ে মরমে মরম ঢাকি, সারাদিন পথ চেয়ে থাকি । ধীরে ধীরে রবি উঠে অন্ধকার যায় টুটে ফুলগুলি মেলে হাসি আঁখি ; সারাদিন পথ চেয়ে থাকি ! আমার সে ফুল ছুটি কখন উঠিবে ফুটি উষার বরণ রাঙ্গা মাধি, সারাদিন পথ চেয়ে থাকি ! ,