পাতা:কবিতা ও গান.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪
কবিতা ও গান।

ভ্রমিতে ভ্রমিতে যবে চারু সন্ধ্যাকালে,
তোমার সে মনোতৃপ্তি;
সন্ধ্যা-তারা দিব্য দীপ্তি,
নেহারিবে সমুদিত আকাশের ভালে;—
মনে কি পড়িবে নাথ,
একদিন আমা সাথ,
বন ভ্রমি ফিরে যবে আসিতে ভবনে—
ওই সেই সন্ধ্যাতারা,
দুজনে দেখেছি মোরা,
আরো যেন জ্বল জ্বল জ্বলিত গগনে?

নিদাঘের শেষাশেষি,
মলিনা গোলাপ রাশি,
নিরখি বা কত সুখী হইতে অন্তরে,
দেখি কি স্মরিবে তায়,
যেই অভাগিনী হায়!
গাঁথিত যতনে তার,মালা তোমা তরে।
যে হস্ত গ্রথিত ব’লে তোমার নয়নে,
হত তা সৌন্দর্য্য মাখা,
শিখিলে তুমি গো সখা, .
গোলাপে বাসিতে ভাল যাহারি কারণে-
তখন সে দুঃখিনীকে কোরো নাথ মনে।