এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০
কবিতা ও গান।
যবনিকা এ খেলায় কভু না পড়িতে চায়,
চিরকাল ধরে আছে ঠাট;
দর্শকের নাহি শ্রান্তি খেলকের নাহি শান্তি
দুয়ে মিলে এই মহা নাট।
প্রকাণ্ড এ নাটকের না ফুরায় ক্ষুদ্র ফের
বাকী তবু কিছুই না রয়,
পালা না হইতে সায়, রব ওঠে সে কোথায়?
মাঝখানে চকিত বিস্ময়।
চকিতের সে বিষ্ময় চকিতে তখনি লয়
যেই খেলা সেই খেলাময়;
যে যাবার সেই যায়, অন্যে তার পালা গায়
কেহ আর সে কথা না কয়!
এই ত জীবন অভিনয়!
কেহ কাঁদে কেহ হাসে দাঁড়াইয়া পাশে পাশে
তবুও কাহারো কেহ নয়;
এই ত জীবন অভিনয়।