পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( لم يا ) "রাগিণী মালসী। তাল তিওট এল্যে গৌরি । ভবনে আমার। তুমি ভুলে ছিলে, মা বল্যে বুঝি এতদিনে । চিরদিনে । মায়ের পরাণ, কালে রাত্রিদিন, শয়নে স্বপনে হেরি গো! ওমুখ তোমার ॥ কত কামনা করিয়ে কাননে, আমি রতন পেয়েছি যতনে ; সচলান ফুলে, নব বিশ্বদলে, পূজেছিলাম গঙ্গাধরে, গো! হৈয়ে নিরাহার। গিরিপুর রমণী চারিপাশে, কত কহিছে হাস পরিহাসে । তরু মূলে ঘর, স্বামী দিগম্বর, তা নহিলে আর কতদিন হইত তোমার ॥ তুমি পুণ্যবতী গিরিরাণি ! শুন কমলাকাস্তের বাণী । জগত জননী, তোমার নদিনী, বিরিঞ্চি বাঞ্ছিত ধন গো ! চরণ যাহার ॥ ২৩৫ ৷ রাগিণী খট য়োগিয়া । তাল জলদ তেতালা । শরত কমল মুখে, আধ আধ বাণী । মায়ের ॥ মায়ের কোলেতে বসি, শ্ৰীমুখে ঈষদ হাসি, ভবের ভবনসুখ ভূনয়ে ভবানী ॥ কে বলে দরিদ্র হর, রতনে রচিত স্বর, মা ! জিনি কত সুধাকর, শত দিনমণি। বিবাহ অবধি আর, কে দেখেছে অন্ধকার, কে জানে "কখন নিবা কখন রজনী । භු শুনেছ সতিনের ভয়, সে সকল কিছু নয়, মা ! তোমার অধিক ভাল বাসে সুরধুনী । মোরে শিব হঙ্গে রাখে, জটাতে লুকায়ে দেখে, কার কে এমন আছে সুখের সতিনী ॥ ζ" Կ কমলাকাঙ্কের বাণী, শুন গিরিরাজ রাৰি কৈলাস-ভূধর ধরাধর চূড়ামণি । তা যদি দেখিতে পাও, ফিরে না আসিতে চাও, ভুলে থাক ভবগুহে, ভূধর রমণি ॥ ২৩৬ ॥ ro