পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( \ *१ ) রাগিণী ললিত যোগিয়া । তাল জলদ তেতালা । শু্যামা মা ! নয়নে নিবস আমার, গো ! । লোকে জানে অঞ্জন রেখা, নবঘন ওরূপ তোমার, গো ! ! ত্যজ গো চঞ্চল বেশ, নিবস নয়ন দেশ, আচঞ্চল হইয়ে একবার । কমলাকাস্তের আশা পূরয় শঙ্করি, তবে জাদু মহিমা তোমার, ८१ी ! ॥ 8७ ॥ রাগিণী ললিত। তাল একতালা । কেন রে আমার খাম মারে বল কালো। যদি কালো বটে, তবে কেন ভুবন করে আলো । ম। মোর কখন শ্বেত কখন পীত, কখন নীল লোহিত, রে! আমি জানিতে ন পারি জননী কেমন, ভাবিতে জনম গেলো ॥ মা মোর কখন প্রকৃতি, কখন পুরুষ, কখন শূন্ত মহাকাশ রে, আরে কমলাকাস্তু ওভাব ভাবিয়ে সহজে পাগল হলো ॥ ৪৭ ৷ রাগিণী ললিত যোগিয়া । তাল জলদ তেতালা । করুণাময়ি! কাতরে কিঞ্চিত কৃপালেশং কুরু, পরিহরি মম ছুরিত অশেষং ॥ অনুগত প্রণত জনুং প্রতিপালয়, বারয় বিপদ বিশেষং ॥ নাশয় মানস তিমির তমং, শিবে! বিলসয় হৃদয় নিবাসং । কমলাকাস্ত ভ্রাত্তি চ দুরয়, পূরয় মন অভিলাষং ॥ ৪৮ ৷৷ রাগিণী বেহাগ। তাল একতাল।। চরণ দুটি তোর, গে৷ তামা , তারণ কারণ কলি ম্বোর। দশনখ চন্দ্র নিরখি পরম মুখী, মানস মম চকোর ।