পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৪ ) রাগিণী বিকিট। তাল জলদ তেতালা । তুমি কি ভাবনা ভাব, ওরে আমার অবোধ মন । সময় পেয়েছ ভাল, সাধনারে শ্যামা ধন ॥ স্বজন পালন লয়, যে তিন হইতে হয় ; তারা তোর ভাবনা ভাবে, বিধি হরি ত্রিলোচন ॥ কমলাকাস্তের মন, অনিত্য এই ত্রিভুবন ; निऊा ८करुन निऊानकमन्नैौज कुछैौ औन्नत्व4 ॥ २० ॥ রাগিনী সিন্ধু। তাল ঢিমা তেতাল । মন পবনের নৌকা বটে, বেয়ে দে ঐদুর্গ বোলে। মহামন্ত্র যন্ত্র যার, মুবাতাসে বাদামৃ তুলে । মহামন্ত্র কর হাল, কুওলিনী কর পাল ; সুজন কুজন আছে যারা, তাদের দেরে দাড়ে ফেলে। কমলাকাস্তের নেয়ে, নঙ্গর তোল দুর্গ কোয়ে; পড়িবি তুফানে যখন, সারি গাবি সবাই মিলে ॥ ১৭ ॥ রাগিণী পুরবি। তাল একতাল । মন্‌ গরিরের কি দোষে আছে । তারে কেন নিন্দ কর মিছে ৷ ৰাজিকরের মেয়ে তারে, যেমন নাচায় তেমি নাচে ৷ শুনেছ দীনদয়াময়ী, লোকে বলে বেদে আছে। আপনাকে ষে আপনি ভোলে, পরের বেদন কিতার কাছে ॥ আপনি যেমন শঠের মেয়ে, তেমি সত্ব ভাল মিলেছে। , সে লেংটো থাকে, ভস্ম মাখে, লোকে ভাল বলে পাছে ? তবে যে কমলাকান্ত, ও ছুরণে প্রাণ সপেছে ৮ তাতে ভিক্ষ, নাহি অন্য, নৈলে কেন সার করেছে । ১৮ ॥