পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( برنا) উত্তম মধ্যম দীন, তুমি কারে না ভাবিও ভিন্‌ ; • তোরে লোকে যদি বলে হীন, ক দিন সে কলঙ্কা ॥ যে ধৰ্ম্মাধৰ্ম্ম বেদে রটে, সে নাম শুন্য জনে বটে ; কিন্তু কমলাকাস্তের ঘটে, মিছা সে আতঙ্কা, রে ॥ ১০৭ ৷ রাগিণী ইমন বেলাওল । তাল তিওট। ত্বাং প্রণমামি শিবে ! করুণাময়ি গে। কালি ! । কিঞ্চিত কুরু করুণা, অবলম্বনে দীনে, মা ! ॥ ম। দেহি দেহি অখণ্ড মতি, তব চরণারাধনে ॥ ত চেতে নিয়ত, অতি চঞ্চল বঞ্চিত হিত সাধনে । ওমা শ্ৰীনাথ দত্ত সুতত্ত্ব পথ, হত বিষয়ালম্বনে, ওমা ! ॥ মায়াময় দেহ সতত অলসান্বিত, দিন গত বৃথা ভ্রমণে । কমলাকান্ত অশাস্ত, শাস্তয় কৃপাবলোকনে ॥ ১০৮ ৷ রাগিণী মুলতান । তাল জলদ তেতালা । ভবে কত না দিয়াছি ভার, আসিয়া এবার। এখন কামনা দুটি চরণ তোমার ॥ আসি আশা হলো আশা, আশায় আশ নৈরাশা, আমার আসার আশা, আশ মাত্র সার ॥ বেদাগমে অসম্মত, কুকৰ্ম্ম করেছি কত, অপরাধ শত শত, ক্ষম মা ! আমার । কমলাকাস্তের এই, নিবেদন ব্রহ্মময়ি ! এইবার করুণা করি, ভবে কর পার ॥ ১০৯ ॥ রাগিণী মুলতান। তাল একুতালা । আরে ও শুন! ভব ভবানী ভাবনা গেল দুল্ল । তোমার অভয় চরণারবিন্দে, ভরসা প্রচুর ॥*