পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V) কেহ অনুরোধ করিব মাত্র যে কোন সুর ও ভালে একটী খামাবিষয়ক পদ রচনা করিয়া নিজে গাৰিয়া তাছাকে সন্তুষ্ট করিতেন । সাধকোত্তম ভট্টাচাৰ্য মহাশয় ইষ্ট সাধনে কতদূর উন্নতি লাভ করিয়াছিলেন তাহা অনুভব করা আমার মত লোকের সাধ্যাতীত।. তবে প্রাচীনকালের সিদ্ধ মহাপুৰুষগণের যোগৈশ্বৰ্য্যের কথা যেরূপ শুনা যায় সেই রূপ ইহঁীরও দুই একটা শুনিতে পাওয়া যায়। তাছার পদাবলিতে আদ্যোপান্ত যে বিবেক স্রোত প্রবাহিত ; তাহার কার্য্যেও সে ভাবের বিন্দুমাত্র হ্রাস ছিল না । জনশ্রুতি আছে যে র্তাহার স্ত্রীকে দাছ করিতে যাইয়া যখন চিতা প্রজ্বলিত হয় তখন নিম্নলিখিত পদটা রচনা করিয়া গাইতে গাইতে মৃত্য করিয়াছিলেন – কালি সৰ্ব যুগলি লেঠা। স্ত্রনাথের লিখনৃ আছে যেমন ; রাখবি কি না রাখু বি সেটা ৷ ইত্যাদি ॥ ১১১ সংখ্যা পদ ॥ আরও শুনা যায় যে একদিন স্থানান্তর যাইভে যাইতে পথে রাত্রি হওয়ায় ওড়গায়ের ডাঙ্গা নামক মাঠে তাছাকে, দস্থ্যগণ অতি ভীষণ রবে আক্রমণ করে। যমের ছাতে নিস্তার আছে তথাপি সেকালে দসু্যর হাতে কোনমতে নিস্তার ছিল না ; ইহা জানিয়াও তাছার পরমানন্দের কিছুমাত্র হ্রাস হয় নাই ! । সে সময়েও তিনি মৃত্যুকে সম্মুখে দেখিয়া মহানন্দে নিম্নলিখিত পদটী রচনা করিয়াগাছিতে গাহিতে মৃত্য করিয়াছিলেন – ' আর কিছু নুই খামা ! তোমার, কেবল দুটি চরণ রাঙ্গ । শুনেছি তাও নিয়েছেন ত্রিপুরারি, অস্তেব হলাম সাহল ডাঙ্গ । ইত্যাদি ৮৪ সংখ্যার পদ ॥