( - ) , রাগিণী মুলতান। তাল একতালা ॥ তবে চঞ্চল হয়েছ আমার মন! কেন অকারণ । কর পূর্ণ আশা, দুঃখনাশা, মায়ের দুটি শ্ৰীচরণ ॥ অপার শঙ্কটে, কত বার বার পোড়েছ বটে ; যখন বিপদ ঘটে, কালী করে নিবারণ । কমলাকাস্তেরে মন ! সদা থাক অচেতন ; তুমি বিজ্ঞান হীন, তোমার বুদ্ধি অতি সাধারণ। ১৬০ ৷ রাগিণী ঝিকিট। তাল জলদ, তেতাল ॥ তুমি কি ভাবনা ভাব, ওরে আমার মূঢ় মন । সময় পেয়েছ ভাল, সাধনা সেই শুণমাধন ॥ স্বজন পালন লয়, সুকৃতি এই তিন জন । তারা তোর ভাবনা ভাবে, বিধি-হরি ত্ৰিলোচন ॥ যারে ভাব আপনার, ভেবে দেখ কে তোমার ; কেবল সুখের ভাগী, জাতি বন্ধু পরিজন ॥ কমলাকাস্তের চিত, অনিত্য এই ত্রিভুবন । নিত্য সেই নিত্যানন্দময়ীর, চুটি ঐচরণ। ১৬১ ৷ রাগিণী সিন্ধু। তাল পোস্ত । মজিল মন-ভ্রমরা, কালীপদ নীল-কমলে । যত বিয়য়-মধু তুচ্ছ হৈল, কামাদি কুসুম সকলে। চরণ কালো ভ্রমর কালো, কালো কালোয় মিশে গ্যালো ; দ্যাধে সুখদুখ সমান হোলো, আনন্দসাগর উথলে ॥ " কমলাকাম্ভের মনে, আশা পূর্ণ এতদিনে ; দ্যাধ পঞ্চতত্ত্ব প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে। ১৬২ ৷
পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭৫
অবয়ব