পাতা:কমলাকান্ত-পদাবলি.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( to ) রাগ ভৈরে । তাল একতাল ॥ কালী কেমন ধন, খেপা মন । চিনিতে নাপারিলি । কেবল খেয়ে গুয়ে খেলায়ে খেপাটা! কাল কাটালি । বাণিজ্য বাসনা করি, ভবের হাটে এলি। কি হবে ব্যাপার, এবার বুঝি মূল হারিয়ে গেলি । পুরাকৃত পুণ্যের মানব দেহ পেলি । যুদর্থে গমন ভবে, এসে তার কি করিলি । কমলাকাস্তের মন! এমন কেন হলি । মন! আপনি কুকৰ্ম্মে মজে, আবার আমারে মজালি। ১৬৬ ৷ রাগিণী মল্লার । তাল ঝাপত্তাল । আমার মন রে! যতন করি রট রে ঐদুর্গ নাম বদনে ॥ " ত্যজ রে অনিত্য কাম, ভজ রে ঐদুর্গানাম, চল রে আনন্দময় সদনে ॥ একে সে কঠিন কাল, তাহে বাদী রিপুজাল, সদা চিত বিষয় আরাধনে। অনায়াসে রট মন! পাবে রে পরম ধন, কি কাজ কঠিন , ব্ৰত সাধনে ॥ দ্বারা স্থত আরাধনে, অতুল আনন্দ মনে ; জান না প্রবল রিপু শমনে। কমলাকাস্তুের মন ! নিয়ত চঞ্চল কেন, তিলেক না রহ রাঙ্গা চরণে ॥ ১৬৭ ৷ রাগিণী ভেটিয়ার। তাল ঠুংরি। কালোরূপে রণভূমি আলো করেছে, মোহিনী কে রে! সমরে রে! কাৰু বালা, নয়ন বিশাল; বদন করালা, নরশির মালা পরেছে।