এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কমলাকান্তের দপ্তর।
২১৩
নিশিসুপ্তমিবৈকপঙ্কজং
বিরতাভ্যন্তরষট্পদস্বনং।”[১]
এটি যৌবনের কান্না।
তার পর রতিবিলাপে,
“গতএব ন তে নিবর্ত্ততে
স সখা দীপ ইবামিলাহতঃ।
অহমস্য দশের পশ্য মা
মবিসহ্য ব্যসনেন ধূমিতাম্॥”[২]
এটি বুড়া বয়সের কান্না।—
তা যাই হউক, কালিদাস বুড়া বয়সের গৌরব বুঝিলে কখনও বৃদ্ধের কপালে মুনিবৃত্তি লিখিতেন না। বিস্মার্ক, মোল্ট্কে ও ফেডেরিক উইলিয়ম বুড়া; তাঁহারা মুনিবৃত্তি অবলম্বন