এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪৮
কমলাকান্তের জোবানবন্দী।
আশামীর উকীল বলিলেন, “আমি আশামীর পক্ষে তোমাকে ক্রস্ করিব।”
কমলা। এক জন ত ক্রস্ করিয়া গেল, আবার তুমি কুমার বাহাদুর এলে না কি?
উকীল। কুমার বাহাদুর কে?
কমলা। রাজপুত্রকে চেন না? ত্রেতা যুগে আগে ক্রস্ করিলেন, পবনাঙ্গজ মহাশয়। তার পর ক্রস্ করিলেন, কুমার বাহাদুর?[১]
উকীল। ও সব রাখ— তুমি গোরু চেন বলেছ—কিসে চেন?
কমলা। কখন শিঙ্গে—কখন শামলায়!
উকীল রাগিয়া উঠিয়া, গর্জ্জন করিয়া, টেবিল চাপড়াইয়া বলিলেন,
“তোমার পাগলামি রাখ— তুমি এই গোরু চিনিতে পারিতেছ কিসে?”
কমলা। ঐ হাম্বা-রবে।
উকীল হতাশ হইয়া বলিলেন, “Hopeless!”
উকীল মহাশয় বসিয়া পড়িলেন—আর জেরা
- ↑ অঙ্গদ।