বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>b শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । লতা, যক্ষ, রক্ষ, কিন্নর, পশু, পক্ষী, কীট পতঙ্গ প্রভৃতি সকলই আপন হোতে উৎপন্ন, চেতন অচেতন উদ্ভিদ, সকলই আপনি, আপনাতেই সব, ওমা নরকান্ত কারাণি ! সামান্য নর নাশের জন্য আপনার এরূপ বেশে কি যাওয়া সম্ভবে ? ওমা কৈবল্য দায়িনি। আপনার কটাক্ষে ত্রিলোক ংস হয়, পদভরে ধর অধীরা হোয়ে ওঠে, হুহুঙ্কারে স্বৰ্গ মৰ্ত্ত পাতাল পর্য্যন্ত সশঙ্কিত হোয়ে উঠে, মাগে ! তুমি স্মৃষ্টি স্থিতি সংহার কারিণী, সামান্য নর কীটকে নাশ কর্তে আপনার এবেশে কি যাওয়া উচিৎ, ওমা সংহারিণি! সমরের বেশ ংহার কোরে অন্য বেশে সিংহলে গমন করুন, অতি ক্ষুদ্র মক্ষিক বধে কি কখন ব্ৰহ্মাস্ত্রের আবশ্ব্যক হেীয়ে থাকে, না পতঙ্গু মারতে সৈন্যের আবশ্বক কোরে, তাই আপনি ব্ৰহ্মাস্ত্র করে কোরে গমন কচ্ছেন, ওমা ক্ষেমঙ্করি! ক্ষান্ত হন, যদি ভক্ত শ্ৰীমন্তকে একান্তই রক্ষা করতে সাধ হেীয়ে থাকে, তাহোলে অন্য বেশে গমন করুন। - ভগবতী । আচ্ছ নারদ ! তোমার কথায় আমি এবেশ পরিত্যাগ কোরে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশে মশানে যাব তুমি স্বস্থানে গমন কর । নারদ । যে আজ্ঞা জননি । ( প্রণামান্তর প্রস্থান ) ভগবতী । যোগিনীগণ ! নারদ যা বল্লে সে বড় মিছে নয়, ছদ্ম বেশে যাওয়াই উচিৎ তোমরা ছাওয়া রূপে আমার সঙ্গে সঙ্গে এস, যদি তেমন তেমন দেখি, তাহোলে অমূনি শুম্ভৰাতিনী সংহার মূৰ্ত্তি ধারণ কোরে, শালিবাহনকে বধ কোর্বে, তোমরা অমি সশস্ত্রে আমার সম্মুখে উপস্থিত হবে।