কমলে কামিনী দর্শন । y & A শৰ্ব্বানী, ভজন পূজন হীনে, রেখ ম রাঙাচরণে ভুলোনা যেন চরমে অকৃতি সন্তানে। ত্রিপুরা ত্রিগুণ ধরা, পরাৎ পরা সারাৎসার দুঃখ হর ভবদার, দুৰ্গতি নাশিনী, ভজন পূজন হীনে, রেখো মা রাঙা চরণে ভুলোনা যেন চরমে, অকৃতি সন্তানে। উমে অন্নদে মোক্ষদে, কালি কামদে বরদে, শুভে শারদে যশোদে, যন্ত্রণা হারিণী, ভজন পুজন হীনে, রেখে মা রাঙা চরণে ভুলোনা যেন চরমে, অকৃতি সন্তানে। ওম শশ্মান বাসিনী, সচ্চিদানন্দ রূপিণী, বিশ্বজন প্ৰসবিনী, বিশ্ব সনাতনী, ভজন পূজন হীনে, রেখো মা রাঙা চরণে, ভুলোনা যেন চরমে অকৃতি সন্তানে । ( গীত । ) কোরোনা বঞ্চন আমায় । স্বগুণে নিগুণে রেখে রাঙ্গাপায়। অস্তকালে কালে যেন লইয়ে না যায় । শুনেছি বেদেতে, শ্ৰীদুৰ্গা নামেতে, ন। আসে ভবেতে, পায় মোক্ষপায়, আমি ভক্তি অতি অভাজন অনুপায়, কি হবে গতির উপায় ভাবি তায় । অকৃতি সন্তান, বলিয়ে মা যেন. হইয়ে কৃপণ ঠেলোনা পায়, পায় যেন চরমে পায় স্থান পায়, কোরোমা নিরুপায়ের উপায় । ভগবতী । মহারাজ ! আমি তোমার স্তবে যথেষ্ট সন্তুষ্ট | হেয়েছি, আর আমি তোমাকে ভয় দেখাবনা, বিভীষিকাও 鯊 L籌
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬২
অবয়ব