পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমবে কামিনী দর্শন। ২ | (গীত) কোথায় যাবি বল রে দুঃখিনীর ধন । দুঃখিনীরে দু:খমীরে কেন দিবি বিসর্জন ৷ পুজিয়ে সৰ্ব্বমঙ্গলে, পেয়েছিরে তোরে কোলে, তুই গেলে কে মা বোলে কোর বে সম্ভাষণ,— কার চাদমুখ দেখে জুড়াব ভাপিত জীবন। তোরে হার হোলে আমার না রবে দেহে জীবন । শ্ৰীমন্ত। পূজিয়ে মঙ্গলা দেবী দশ উপচারে। বিদায় দীও মা মোরে আশীৰ্ব্বাদ করে। মঙ্গল হইবে মাগো মঙ্গলার কৃপায় । তরিব বিপদ সিন্ধু বলিনু নিশ্চয়। খুল্লনা । দুঃখিনীরধন ! তুই আমার বহু সাধনের ধন ; বহু সাধনের নিধি, তুই গেলে আমাকে মা বোলে ডাকে এমন আর কেউ নাই, তুই আমার অন্ধের যষ্টি, তোর মুখ দেখে আমি কোনরূপে সংসারে আছি, ওরে অশান্ত সন্তান ! আর যাব যাব বোলে যন্ত্রণা দিস্নে। শ্ৰীমন্ত। মা ! পুত্র হোয়ে যদি পিতার সন্ধান না করি, তাহোলে আমার এ অসার প্রাণে কায কি,-আমি শুনেছি, পুত্রের পিতাই ধৰ্ম্ম, পিতাই স্বৰ্গ, পিতাকে সন্তোষ কোল্লে দেবগণ সন্তুষ্ট হন, স্ত্রীরামচন্দ্র পিতৃসত্য পালনে বাকল পোরে মাথায় জটা বেঁধে বনে গিয়েছিলেন, ভগবান হরি স্ত্রীবৃন্দাবনে নন্দের নন্দন হোয়ে নন্দের বাধা মাথায় কোরে বোয়েছিলেন মা ! আমিতো তোমার সেই পুত্র, পিতাকে উদ্ধার না কোরে | কিরূপে নিশ্চিন্ত থাকবো । o 絮 莱