পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কাষিণী দর্শন । দূর হোলোনা! আমার জন্মে ধিক্ মাগো ! কেন কুপুত্রকেগর্ভে ধারণ কোরেছিলে, কেন স্তন্য দুগ্ধ দিয়ে বৃদ্ধি কোরেছিলে, হায় হায়! আমি কি পাপী, আমাকে ধিক শুনেছি ফ্ৰবজননী - সুনীতির দুঃখ দূর করবার জন্য বনে গিয়ে তপস্যা করেছি- | লেন, মার উপদেশ মত মুখে কেবল হা পদ্মপলাসলোচন, হা মধুসুদন ! হা বিপদভঞ্জন বলে উচ্চৈঃস্বরে ডেকেছিলেন, তাইতে হরি কৃপাকরি পদতরি দিয়ে বিপদ বারি পার করে- 1; ছিলেন, জানকীর কুমার লব কুশ জানকীর উপদেশ মত বাল্মী- | কির তপোবনে গিয়ে মার শোকের শান্তি করে ছিলেন, দিলীপ নন্দন ভগীরথ মার উপদেশ মত বিজনবনে ষাটী হাজার বৎসর তপস্যা করে পিতৃপুরুষ উদ্ধার করে মাকে সন্তোষ করেছিলেন, আমি কি মাকে সন্তোষ কর্তে পার্বন, কেন পার্বন,—মাতো আমাকে উপদেশ দিয়েছেন, বিপদে পোড়লে মা সৰ্ব্বমঙ্গলে বোলে ডাকিস্, আমি কেন তাই ডাকিন, ওমা সৰ্ব্বমঙ্গলে । ওমা বিপদ বিনাশিনি ওমা সঙ্কট হারিণি ! সঙ্কট হতে উদ্ধার করম । ( গীত ) পড়েছি সঙ্কটে কেহ নাই নিকটে, কৃতাঞ্জলি পুটে ডাকি গে৷ জননী । শুনেছি মার মুখে, বিপদে যে ডাকে, | বিপদ না থাকে; বিপদ ভঙ্গিনী। মা তোমা বিনে জার, কেহ নাই আমার, জগতে জগদস্বে । (ওমা ) তোমার রাঙ্গাপায়, জীবে মোক্ষপায়, কালে ভয় পায়, কালবরণী ॥