পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ c ঐমন্তের মশান গীতাভিনয় । কোৰ্বতে পারা যায় এমন কাৰ্য্যই নাই, আমি কি না করেছি, ভক্ত প্রস্থলাদকে রক্ষার জন্য আগুনে পুড়েছি, সাগরে ডুবেছি, বিষপান করেছি, হস্তীর পদতলে দলিত হয়েছি, ভক্ত ধ্রুবের জন্য বৈকুণ্ঠ ত্যাগ করে মধুবনে গিয়ে বাস করেছি, অর্জুনের রথের সারথি হয়ে রথ চালিয়ে নিয়ে বেড়িয়েছি, ঐমত্তের কি উপকার করতে হবে, মাকে জিজ্ঞাসা করি, ( প্রকাশ্বে ) জননি ! কি করতে হবে অনুমতি করুন। ভগবতী । গোবিন্দ হে ! আমার একটী বিশেষ উপকার কর্তে হবে । বিষ্ণু ও মা বিশ্ব-জননি। আপনার উপকার কোরবে না তো আর কার উপকার কোরবো মা ? আপনি যে আমার কত উপকার কোরেছেন, তাতে আমি ভুলি নাই, সবই তো আমার মনে আছে, ভূতলে যখনই জন্ম গ্রহণ কোরেছি, তখনই আপনি আমার উপকার করেছেন, যখনই বিপদে পড়ে ডেকেছি, তখনই দেখা দিয়েছেন ? ত্রেতায় রাম অবতারে দশানন নিধনের সময় আমি অকালে সংকল্প করে আপনার পূজা করেছিলাম, আপনার কৃপাতেই আমি রাবণ বধ কোরে জানকীর উদ্ধার কোরেছিলাম, নইলে আমার সাধ্য কি মা ! রাবণ বধ করি, দ্বীপরে কৃষ্ণরূপে গোপাল | সঙ্গে গোপাল লয়ে গোষ্ঠে গিয়ে গোপাল চরাতাম, ক্ষুধায় কাতর হয়ে “মা মা” বলে ডাক তাম, আপনি দশভূজা মুর্তিতে | গোষ্ঠে এসে আমাকে কোলে কোরে স্তন্য দুগ্ধ দিয়ে আমার ক্ষুধা শান্তি কোৱঁতেন, মাগো! আপনার সে উপকার কি কখনু ভুলতে পারবো, জন্ম জন্মান্তরেও ভুলতে পারব না ? . 崇 瓣