পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। । ጓፃ রক্ষা ভার দিয়ে তোমাদের কাছে এসেছি, ঐমত্তের রক্ষার ভার তোমাদেরও নিতে হবে । গঙ্গা। ভগ্নি ! কি ভার লব বল ? ভগবতী । দিদি ! তুমি এই ভার গ্রহণ কর, ভক্ত শ্ৰীমন্ত যখন তরী আরোহণে তোমাকে দর্শন কর্তে কর্তে যাবে, তখন তুমি এই কোরে, তরঙ্গরূপ বাহু তুলে বাছাকে ভয় দেখিও না ? - গঙ্গা। ভগ্নি ! এই কথার জন্য এত দূর আসা কেন ? পদ্মাকে দিয়ে বোলে পাঠালেই তো হোতে, শ্ৰীমন্ত তোমার ভক্ত, আমার কি ভক্ত নয়, তাই আমি তাকে ভয় দেখাব, ছি ছি, আর ও লজ্জার কথা মুখে এনোন, আমাকে বল্লে বলে, একথা যেন আর কাকেও বোলোন, যাও যাও পদ্মাকে নিয়ে কৈলাসে যাও। ভগবতী । আচ্ছা দিদি ! তবে আমি চল্লেম । ( প্রস্থান। তৃতীয় গভর্ণঙ্ক। মগুরার মোহানা । তরণী উপর শ্ৰীমন্ত উপবিষ্ট, নাবিকগণ স্বস্বক্ষেপণী হস্তে তরী বাহিতে বাহিতে উপস্থিত । (সহসা ঝড়বৃষ্টি ব্ৰজাঘাত । ) (নাবিকগণের গীত । ) ঈশান হোনে মাঘ উঠেছে কোত্তেছে সে সে এহানে ডিঙ্গ বেঁধে থো । 絮 湖