পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

燃 - : - - -- কমলে কামিনী দর্শন । * জন শূন্ত নিবিড় মোহানা অনন্ত তরঙ্গ শ্রেণী করিতেছে রঙ্গ 崇 ঘোর অন্ধকার করি এলে ঘন মেঘ মুষল ধারে বর্ষণ করিতে লাগিল কোথা যাই কোথা যাব কেহ নাই কাছে আছো ! কি ভীষণ ব্ৰজাঘাত শুনিরে শ্রবণে ভয়ে সদা সশঙ্কিত প্ৰাণ । - হে বারিদ ! ক্ষান্ত দাও মিনতি তব পায়, পিতৃ অন্বেষণে যাব দিওনা হে বাধা ? ভিখারীর প্রতি কেন বিড়ম্বন এত, অবোধ সন্তান তব এই ভিক্ষা করিছে প্রার্থনা বঞ্চিত কোরোনা দেব তাহে, আহোঃ প্রাণ ফেটে যায় মম। হায় হায় জলরাশি চৌদিকে ঘেরিল ঘন ঘন বজ্রাঘাত হইতে লাগিলু জলরাশি বিনা কভু দেখিতে না পাই হায় হায় হারাই বুঝি জীবন হারাই। উন্মাদ পবন আসি তরণী ভুবায় মরি মরি মরি মাগো রহিলে কোথায় ভয়ঙ্কর বিশ্বনাশা প্রলয় পবন রসাতলে দেয় তরী দেখ নাবিকগণ । ১ম নাবিক। কর্তা ! মোরা কি করমু কন, মোদের প্রাণ গুড় গুড় করছে । 瓣