পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

潔 কমলে কামিনী দর্শন । br)". (বুঝি যায় যায় প্রাণ যায় মা) (পড়িয়ে অকুল পাথরে ) আমার প্রাণ যায়, তায় নাই খেদ মা ! পাছে দুর্গা নামে কলঙ্ক হয়। (ওম হুর্গে ওমা ওম হুগে। ) শ্ৰীমন্ত। (স্বগতঃ) তাইতে মা দুর্গ তো দুৰ্গমে এসে দাসকে রক্ষা কল্লেন না, তবে এখন আমি কি করি, কৃপাময়ীর অভয় পদতরী ভিন্ন তো এ ভীষণ বিপদবারি পাড়ি দিতে পারব না ? ওমা শঙ্করি! সন্তানের উপর সদয় হয়ে আবার নিদয় হোলে কেন মা ? মাগে ! আমার দুঃখিনী মা যে জলযাত্রা কালে তোমার হাতে হাতে সঁপে দিয়েছেন, তাকি মা ভুলে গিয়েছ, মা যেদিন মঙ্গল চণ্ডীর পূজা করেন, মা ! তুমি যে সেদিন শূন্যপথে দৈববাণী ছলে “ভয় নাই বলে” মাকে অভয় দিয়েছিলে, ও মা অভয়ে! তোমার অভয় পেয়েইতো মা আমাকে অকুলে ভাসিয়েছেন, ও মা অকুলের কুলদায়িনি! তবে কেন অকুলের কুল দিচ্ছন মা ! মা গো আমি যে আকুল হয়ে তোমাকে ডাক ছি,তুমি কি শুনতে পাচ্ছনা ,আমি ভাবিই বা কেন ? মা আমাকে বলে দিয়েছিলেন, বৎস শ্ৰীমন্তরে! আমি যেমন তোর মা, তেমনি তোর আর এক মা আছে, তার নাম তার, জলে জঙ্গলে স্থলে অনলে সকল স্থানেই তোর সেই তারা মা তোকে রক্ষা কোৰ্ব্বেন, তুই যখনই বিপদে পড় বি, তখনই উচ্চৈঃস্বরে তারা তারা বলে ডাকিস, আমি কেন তাই ডাকিন, ওম তারা তারা-গোঁ ! ওমা জগত জননি! এসময় সন্তানকে ভুলে কোথায় আছিস মা ! e 鯊 鯊 >>