পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ ミミ& ক্ষত্রিয়, তুমি বীর, শোক পরিত্যাগ কর । ক্ষত্রিয়কস্তা, ক্ষত্রিয়পত্নী, নারী, ধৰ্ম্মরক্ষার জন্ত নশ্বর জীবন বিসর্জন দিয়াছে। করুণার অতুলনীয় রূপরাশির চিহ্নস্বরূপ শুভ্ৰ মৰ্ম্মরে রক্তরঞ্জন মাত্র অবশিষ্ট আছে—” সহসা উচ্চহাস্তে জনশূন্ত অট্টালিকা কম্পিত হইল, তাহার ভীষণতর প্রতিধ্বনি মুহূৰ্ত্তমধ্যে পাষাণনিৰ্ম্মি ত নগর প্রাকার হইতে ফিরিয়া আসিল । “তুমি নিৰ্ব্বোধ-স্কন্দ তুমি বুদ্ধিহীন, মনে করিতেছ করুণ মরিয়াছে ?” “ভাই, করুণা মগধ-সাম্রাজ্যের পটুমহাদেবীর পালিত কন্যা, বৰ্ব্বর হণের কলুষিত করম্পর্শ কখনই তাহার জ্যোৎস্নাধবণ অমল দেহ কলুষিত করিতে পারে নাই ।” $ ত্মাবার উচ্চহাস্তে অট্টালিকা কম্পিত হইল, ভানুমিত্ৰ কহিলেন, “ভুল —স্কন্দ, ভুল –করুণ মরিতে; পরিবে না— আমি তোমাকে স্পর্শ করিয়া শপথ করিতেছি, মিথ্যা কহি নাই—করুণ মরে নাই –মরিতে পারিবে না।” “ভাই, চিত্ত স্থির কর, সম্মুখে সমূহ বিপদ। প্রতিশোধ লইতে হইবে। যুদ্ধে কুলবধূ নিহত হইয়াছে,-অসহায়, অস্বচীনা রমণী বৰ্ব্বরের অস্ত্রাঘাতে দেহত্যাগ করিয়াছে। রাজা রসাতলে যাক, রাষ্ট্রনীতি জলধিজলে মগ্ন হউক তথাপি প্রতিশোধ চাই, শুন—” “তুমি পাগল স্কন্দ, করুণ মরিতে পারে না । এই অলিন্দে শুভ্র-ধবল জোৎস্নায় আমাকে স্পর্শ করিয়া শপথ করিয়াছিল, সে মরিবে না, যখন হউক, যেখানে হউক আবার ফিরিয়া আসিবে। স্কন্দ, করুণ লুকাইয়া আছে, গুস্তান্তরে কবাটের অন্তরালে অথবা বাতায়নপথে লীলাময়ী আত্মগোপন করিয়া আছে, এখনই তাহার কলহাস্তে অট্টালিকা মুখরিত হইয়া উঠিবে— করুণ— করুণ ।” কাতরকণ্ঠের আহবান নগুর প্রাকার হইতে প্রতিধ্বনিত হইয়া ফিরিয়া আসিল কিন্তু বাতায়নপথে লীলাময়ীর হাস্ত্যময় কোমল আস্ত প্রদর্শিত হইল না, গৃহতলের পাষাণ আচ্ছাদনে কোমল পদশব্দ শ্রুত হইল না,