পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ర్సి 8 করুণা বিষ্ণু গুপ্ত সৈন্তসংগ্রচার্থ গৌড়ে গিয়াছে।” “তোমার সহিত কত সেন আছে ?” “মাত্র পঞ্চসত্ৰ । শিবনন্দ পলায়ন করিলে ছত্রভঙ্গ হইয়া সেনাদল কোথায় গিয়াছে এখনও তাঙ্গর সন্ধান পাই নাই ।” SBBB S KYSBBDDD BBBBBS BBBBB BBBB BBBBB করিয়াছ, অন্ত দশসই স্ত্ৰ লইয়া যমুনাতীরে গোবিন্দ গুপ্ত ভাগ্যপরীক্ষা করিবে ।” দেখিতে দেখিতে হণসেনা দুর্গের নিকটে আসিয়া উপস্তি ত হইল, গ দ্বারে চক্রবৃতি রচনা করিয়া গোবিন্দ গুপ্ত, স্কন্দ গুপ্ত তাহাদিগের জন্য অপেক্ষ করিতেছিলেন ; কিন্তু তৃণসেনা তাহাদিগের সঠিত যুদ্ধ করিল না, তাহার। বৃষ্টি ভঙ্গ করিতে বিংশতি সহস্র সেন রাখিয়া নগরলুণ্ঠন করিতে চলিখ গেল । মথুরার নাগরিকগণ তৃণ করে আত্মসমপণ করিবার জন্য ভোরণে দাড়াইয়াছিল, কিন্তু কেহ তাহাদিগের উপস্তার গ্রহণ করিল না, তাঙ্গদিগের প্রার্থনায় কণপাত করিল না । দেখিতে দেখিতে নগর প্রধানগণের ছিন্নশির পথের ধূলায় লুষ্ঠিত হইল, উচ্চচূড় অট্টালিকা সমূহ জলিয়া উঠিল, হাহাকারে ও আন্তনাদে বিশাল নগর ভরিয়া গেল, তখন নদীতীরে যুদ্ধ শেষ হক্টরা গিয়াছে । লুণ্ঠনলোলুপ হণসেনা দুই দণ্ড বৃতি আক্রমণ করিয়া পলায়ন করিয়াছিল, হস্তহীন বন্ধুবৰ্ম্মা ও যুবরাজ স্কন্দগুপ্ত তাহাদিগের অনুসরণ করিয়াছিলেন । পঞ্চসহস্ৰ সেনার সহিত মহারাজ-পুত্র দুর্গরক্ষার ভার গ্রহণ করিয়াছিলেন । বিশাল মথুরা নগরের প্রশস্ত রাজপথে দেখিতে দেখিতে পঞ্চসহস্র মাগধবীর ধূলায় মিশিয়া গেল, বন্ধুবৰ্ম্মী ও স্কন্দগুপ্ত যখন দুর্গে ফিরিয়া আসিলেন, তখন হুতাশনের লোলজিহা দুর্গশীর্ষ হইতে আকাশ স্পশ করিতেছে। ক্ষিপ্ৰহস্তে গুরুভার বর্ষ দূরে নিক্ষেপ করিয়া, বন্ধুবৰ্ম্ম যুবরাজের সহিত কালিন্দীর কাল জলে লম্ফ প্রদান করিলেন, তখন দূরে