পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

õዓb” করুণা উদ্দগুপুর নগরেই আছেন।” “শুনিয়াছিলাম, মহামন্ত্রীর আদেশে পুর গুপ্ত কারারুদ্ধ হইয়াছিলেন ?” “সমবেত আর্যাসজেঘর চেষ্টায় মহারাজাধিরাজ রাহুগ্ৰস্ত শশধরের ন্যায় মুক্ত চেষ্টয়াছেন, তিনি অদ্যই পাটলিপুত্র যাত্রা করিবেন।” “তবে মগধে গৃহবিবাদ উপস্থিত হইল ?” “গৃহবিবাদ নন্তে, স্কন্দ গুপ্ত বিদ্রোঠী, এই বার মহারাজাধিরাজ তাঙ্গকে যথোচিত শাস্তি প্রদান করিবেন।” “ভদ্র, এই কথা শ্রবণ করিতে বৃদ্ধভদ্র পুরুষপুর হইতে মগধে আসে নাই। আমি দূর হইতে নুতন মাগধ সমাঢ়কে অভিবাদন করিতেছি, বিশেষ প্রয়োজনে আমাকে এখনই মগধ পরিত্যাগ করিতে হইবে ” “অসম্ভব সঙ্ঘস্থবির, আপনি মহারাজাধিরাজের মহামাননীয় অতিথি, আপনাকে যথোচিত সম্বৰ্দ্ধন না করিলে আর্য্যাবৰ্ত্তবাসী সমাটের অপবাদ ঘোষণা করিবে ।” “ভদ্র, আপনার সৌজন্যে প্রীত হইলাম, কিন্তু আমার পক্ষে আর মগধে অবস্থান করা সম্ভব নহে।" বৃদ্ধ সঙ্ঘস্থবির বুদ্ধভদ্র দুৰ্ব্বাক্ষেত্র ত্যাগ করিয়া উঠিয়া দাড়াইলেন, তাঙ্গ দেখিয়া দ্বিতীয় ভিক্ষু সহসা তাহার হস্ত ধারণ করিল। সঙ্ঘস্থবির বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “কি আদেশ করিতেছেন ?” ভিক্ষু কহিল, “আপনি মগধ ত্যাগ করিলে সম্রাট অত্যন্ত দুঃখিত হইবেন।” “কি করিব, উপায়ান্তর নাই।” ভিক্ষু ইঙ্গিত করিল, বৃক্ষান্তরাল হইতে দুইজন সৈনিক নির্গত হইয়া বৃদ্ধকে বন্ধন করিল, বৃদ্ধ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “ভদ্র, এ কি ?” ভিক্ষু সহাস্তবদনে কহিল, “আৰ্য্য, অপরাধ গ্রহণ করিবেন না, আর্যাসজ্যের উন্নতির অনুরোধে আপনার প্রতি পুরুষ আচরণ-করিতে বাধ্য হইলাম।” “আমি বন্দী হইলাম কেন ?” “সদ্ধৰ্ম্মের উন্নতিকল্পে সম্রাটু বাহলীক, কপিশা, গন্ধার ও পঞ্চনদ হ্রণরাজকে প্রদান করিয়া সন্ধিস্থত্রে আবদ্ধ হইয়াছেন। হূণরাজ পশ্চিম দিক্ হইতে ও সম্রাটু পূৰ্ব্ব দিক হইতে বিদ্রোহী স্কন্দগুপ্তকে আক্রমণ করিবেন, তাহা হইলে অনায়াসে সদ্ধৰ্ম্মের