পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

업8 করুণা বাহুলীক ও কপিশা মহাসাম্রাজ্যের অন্তভূক্ত নহে কিন্তু শাহীয় ও শাহানুশাহীয় দেবপুত্ৰগণ মহারাজাধিরাজের অধীনতা স্বীকার করিয়াছেন।T হুণগণ একবার পরাজিত হইয়াছে, তাহারা কি দ্বিতীয়বার গুপ্ত সম্রাটের অধিকার আক্রমণ করিতে ভরসা করিবে ?” “করিবে, খিঙ্খিল আদেশ দিয়াছে যে আগামী গ্রীষ্মে রাজপুত্র তোরমাণ কপিশায় বাস করিবেন।” “পিজিল কে ?” “হণ জাউলগণের একমাত্র অধিপতি।” “প্রথমে বালীক, পরে কপিশা, দ্বিতীয় বৎসরে উদ্যান ও গান্ধার, গোবিন্দের অনুমান সত্য। মহাশয় আপনি কে ?” “আমার নাম বিষ্ণুভদ্র, আমি বালীক রাজের পুরোহিত ” “আপনার সঙ্গী কে ?” “ইনি পুরুষপুর নগরের কণিষ্কচৈত্যের সঙ্ঘস্থবির, ইহার নাম বুদ্ধভদ্র।” দীর্ঘাকার পুরুষ সঙ্গীদ্বয়ের আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, “নারায়ণের কৃপায় আপনাদিগের সহিত সাক্ষাৎ হইয়াছে। আপনার অনুগ্রহ পূৰ্ব্বক আমার গৃহে পদার্পণ করুন, আমি আপনাদিগকে মহারাজপুত্র গোবিন্দগুপ্তের সমীপে উপস্থিত করিব।” বুদ্ধভদ্র জিজ্ঞাসা করিলেন, “মহাশয়,আপনি কে ?” “আমি সামান্ত ব্রাহ্মণ, আমার নাম দামোদর শম্মী, আমি আৰ্য সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের সামান্ত পরিচারক মাত্র। আপনার রথে আরোহণ করুন।” “আপনি ? “আমি গঙ্গাস্নানান্তে গৃহে ফিরিতেছি, যানে আরোহণ করিব না।” “আমি ভিক্ষু, আমার পক্ষেও যানারোহণ নিষিদ্ধ।” “কিন্তু মগধের মহাস্থবির ও সঙ্ঘস্থবিরগণ হস্তিপৃষ্ঠে ও রথে আরোহণ করিয়া থাকেন।” “বিনয়ের ব্যবস্থা সকলের পক্ষেই সমান, তবে বিধিনিষেধ গ্রাহ করা ব্যক্তি বিশেষের ইচ্ছার উপর নির্ভর করে।” “তবে পদব্রজেই আসুন ।” ” চারিদিক ঘন কুঙ্কটিকায় আবৃত ছিল, নাগরিকগণ তখনও শয্যাত্যাগ করে নাই । তিনজনে চন্দ্রগুপ্ত-বিক্রমাদিত্যের তোরণে উপস্থিত হইলেন । দামোদর শম্মাকে দেখিয়া প্রতীহার-রক্ষকগণ তোরণ মধ্যে শ্রেণীবদ্ধ হইয়৷