পাতা:কর্ণানন্দ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ নির্যাস । ンs> পুর ॥ ১৮ ॥ তাহার অনুজ কবিরাজ গোপাল দাস । বৈষ্ণব-সেলাতে যার বড়ই বিশ্বাস ॥ ১৯ ॥ উনবিংশতি কবিরাজের করিল বর্ণন। ইহঁ। সবার স্মরণ মাত্রে প্রেম উদ্দীপন ॥ তবে কহি শুন এই চক্রবর্তির গণ। প্রধান ছয় কহি ত্যাগে করহ শ্রবণ ॥ চক্রবৰ্ত্তি-শ্রেষ্ঠ যি হে শ্ৰীগোবিন্দ নাম। কি কহিব তার কথা সব অনুপম ॥ কায়মনো বাক্যেতে প্রভুর করে সেবা । প্রভুপদ বিনা যিহে না জানে দেবী দেব ॥ ১ ॥ প্রভুর শুtলক দুই কছি তাহ শুন । পরম বিদগ্ধ দুহি ভজন নিপুণ ॥ জ্যেষ্ঠ শ্ৰীশুখ্ৰামদ{স চক্রবী ঠাকুর। বড়ই প্রসিদ্ধ যিহে রসেতে প্রচুর ॥ ২ ॥ রামচন্দ্র চক্রবর্তী ঠাকুর কনিষ্ঠ ॥ যাহার ভজন দেখি প্রভু হৈলা তুষ্ট ॥ ৩। তবে কহি শুন ইবে চক্রবর্তী ব্যাস। সদাই আনন্দে রহে বিষ্ণুপুরে বাস ॥ ৪ ॥ তার কহি চক্রবর্তী রামকৃষ্ণ ঠাকুর । সদাই আনন্দময় চরিত্র মধুর ॥ ৫ ॥ তবে কহি চক্রবর্তী স্ত্রীগোকুলানন্দ । বৈষ্ণবসেবাতে যি হে রহেন স্বচ্ছন্দ ॥ ৬ ॥ এই ছয় চক্রবর্তী করিলা শ্রবণ। অপর কহিয়ে তাহ শুন দিয়া মন ॥ মহারাজ চক্রবর্তী শ্ৰীবিরহান্ধীর । প্রভু পদে নিষ্ঠ যার মহাভক্ত ধীর ॥ ৭ ॥ মহা গুণবন্ত শ্ৰীল দাস চক্রবর্তী। হরিনামে জিহব যার সদা থাকে স্ফৰ্ত্তি ॥ ৮ ॥ তাঁর ভক্ত রামজয় চক্রবর্তী মহাশয় । তাহার অনন্ত গুণ, কহিল না হয় ॥৯ আর ভক্ত চক্রবর্তী স্ত্রীরাধাবল্লভ। নামপরায়ণ মিহে জগদ্বদুল্লভ ॥ ১• ॥ তার ভক্ত শ্ৰীল রূপঘটক চক্রবর্তী। রাধাকৃষ্ণ লীলারস সদা যার স্ফৰ্ত্তি ॥ ১১। আর ভক্ত চক্রবক্তা [ ১৬ ]