পাতা:কর্ণানন্দ.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/ه $oli"ধাইপাড়াতে রহি শ্ৰীমতী নিকটে। সদাই আনন্মে ভাগি জাহীর তটে। পঞ্চদশ শত আর বৎসর উনত্রিশে। বৈশাখ মাসেতে আর পূর্ণিমা দিবসে। নিজ প্রভু পাদপদ্ম মস্তকে ধরিয়া। সমাপ্ত করিল গ্রন্থ গুন মন দিয়া ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য প্রভুর দাসেরঅমুদাস । তার দাসের দাস এই যদুনন্দন দাস ॥ গ্রন্থ গুনি ঠাকুরাণীর মনের আননা। শ্ৰীমুখে রাখিল নাম গ্রন্থ "কর্ণাননা” ” এই লেখা অনুসারে বর্তমান ১৮১৩ শকাবার বঙ্গাবা৷ ১২৯৮ সালের আশ্বিন মাসের ১৫ই তারিখের গণনায় এই “কর্ণাননা” গ্রন্থ ২৮৪ বৎসর ছয় মাস পনর দিবসের হইল (১৫২৯ শকাবার বৈশাখ মাসের পূর্ণিমা তিথি কোন তারিখে গিয়াছে ইহা স্থির জানিতে ন পারায় ঐ বৈশাখ মাস সম্পূর্ণই ধরিলাম, কিন্তু উক্ত নিৰ্দ্ধারিত দিন সংখ্যার ৫ । ১০ বা ১৫ । ইত্যাদি দিনের নুনাধিক্য অবগুই সম্ভব )। এই যদুনন্দনদীসের আরও ক এক থানি গ্রন্থ দেখা যায়। যথা—কৃষ্ণদাস কবিরাজ প্রণীত সংস্কৃত বৃহৎ গোবিন্দলীলামৃত গ্রন্থের মূল অবলম্বন করিয়া পয়ারাদি ছন্দে অনুবাদ ১। শ্রীরূপগোস্বামিপ্রণীত বিদগ্ধমাধব নাটকের পয়ারাদি ছন্দে অনুবাদ ২ । এবং অগ্ৰে পশ্চিমদেশীয় পরে শ্ৰীক্ষেত্রাদি দর্শনার্থ দক্ষিণাত্যপ্রদেশে কৃষ্ণবেণু নদীর তীরস্থিত ও তত্ৰত সোমগিরি নামক সন্ন্যাদির শিষ্য ( যিনি চিন্তামণি নামী বেশ্যায় আসক্ত হইয়া পরে নিজ ভাগ্যবলে ও উক্ত বেখ্যার উপদেশাদিতে সংসারে বিরক্ত হইয়া বৃন্দাবন গমন করেন ও পথিমধ্যে বিভিন্নভাবায়ুক কৃষ্ণগুণ বর্ণনাময় কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ লিখেন, সেই ) শ্ৰীবিদ্বমঙ্গল ঠাকুরের (শান্তিশতক প্রণেতা নামান্তর শিহ্ন মিশ্র ) প্রণীত (কোষকাব্য ) শ্ৰীকৃষ্ণকর্ণামৃত গ্রন্থের শ্ৰীকৃষ্ণদাস কবিরাজ প্রণীত বৃহৎ টীকার অক্ষসারে পয়ারাদি ছন্দে অনুবাদ ৩। এই তিন খানি গ্রন্থের অনুবাদ লইয়া মূল কর্ণাননা সহিত চারি খানি গ্রন্থ শ্ৰীযদুনন্দনদাসের প্রণীত। এতদ্ভিন্ন শ্ৰীনিবাল আচাৰ্য্য প্রভূর পৌত্র স্ত্রীরাধামোহন ঠাকুরের প্রণীত ও সংগৃহীত পদার্শ্বতসমুদ্র নামক বিস্তৃত গানের গ্রন্থে এবং ঐ গ্রন্থ অনুসারে ও বহুস্থল হইতে শ্ৰীবৈষ্ণবদাস নামক মহামুভব কর্তৃক সংগৃহীত শ্রীরাধাকৃষ্ণের