পাতা:কর্ণানন্দ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

위e কর্ণানন্দ । করি সাথ । মোরে দিতে মনঃপীড়া, মোর-অাগে করে ক্রীড়া, তবু তিহে মোর প্রাণনাথ ॥ ৩ ॥ । এ আদি করিয়া যত শ্লোকীর্থগণ স্বরূপাদি-সঙ্গে তাহা কৈল অস্বাদন ॥ এই মতে প্রভু তত্তস্তাবাবিষ্ট হইয়া । প্রলপ আস্বদিলা তত্তৎ শ্লোক উচ্চারিয়া। পূর্বে অষ্টশ্লোক করি লোক শিক্ষাইল । সে অষ্টপ্লেকের অর্থ অপিনে আস্বদিল ॥ প্রভূশিক্ষাষ্টকশ্লোক যেই পড়ে শুনে । কৃষ্ণপ্রেমভক্তি তার বাঢ়ে দিনে দিনে ॥ যদ্যপিহ প্ৰভু কোটি সমুদ্র গম্ভীর। নানা ভাব চন্দ্রেীদয়ে হয়েন অস্থির ॥ যেই যেই শ্লোক জয়দেব ভাগবতে । রায়ের নাটকে যেই আর কর্ণামৃতে ॥ সেই সেই ভাবে শ্লোক করিয়া পঠন । সেই সেই ভাবাবেশে করে আস্বাদন ॥ দ্বাদশ বৎসর ঐছে দশ রাত্রি দিনে । কৃষ্ণরস অস্বীদয়ে স্বরূপাদি সনে ॥ শ্রব৭াদি মহিম। আমি কি বলিতে জানি । যাহতে রহয়ে সদা অমৃতের ধুনি ॥ শুদ্ধরাগে আবিষ্টত মন হয় যার । সেই সে জানয়ে ইহ নাহি জানে অীর ॥ শ্রবণ কীৰ্ত্তনাদি যত রাগ ভক্তিসার । রাগানুগ। ভক্তজনে এই কাৰ্য্য সার ॥ রাগাত্মিক ভক্তিমুখ্য ব্ৰজবাসী জনে । তার অনুগত ভক্তের রাগানুগ নামে ॥ ইষ্টে গাঢ় তৃষ্ণ রাগ স্বরূপ লক্ষণ। ইষ্টে আবিষ্টত। তটস্থ লক্ষণ কথন ॥ রাগময়ী ভক্তির রাগানুগ নাম। তাহ শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান ॥ লোভে ব্ৰজবাসী ভাবে করে অনুগতি । শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগ। প্রকৃতি ॥ তথাহি ভক্তিরসামৃতসিন্ধে। পূৰ্ব্ববিভাগে ২ লহর্য্যtং ১৩১ ৷ ১৪৮ অঙ্কে ॥